দেশজুড়ে

নোয়াখালীতে টিকা না পেয়ে বিক্ষোভ

নোয়াখালীর বেগমগঞ্জে মোবাইলে মেসেজ পেয়েও কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে বিক্ষোভ করেছেন আবেদনকারীরা। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মোবাইলে মেসেজ পাওয়া করোনা টিকা প্রত্যাশী শতাধিক ব্যক্তি বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কোভিড ইউনিটের সামনে একত্রিত হন। কিন্তু হাসপাতালের ভেতরের গেটসহ সবগুলো কক্ষ তালাবদ্ধ ছিল। কথা বলার মতো কাউকে পাননি তারা। দূর-দূরান্ত থেকে এসেও টিকা না পেয়ে হাসপাতালের সামনেই বিক্ষোভ শুরু করেন আবেদনকারীরা।

জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার বলেন, ভ্যাকসিন সংকট থাকায় আজ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি জানিয়ে বুধবার উপজেলায় মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালানো হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জাগো নিউজকে বলেন, আজ শুধু প্রবাসীদের টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু মেসেজ পাওয়া সবাই একসঙ্গে আসায় টিকার কিছুটা সংকট দেখা দেয়। পরে অতিরিক্ত এক হাজার টিকা পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম