দেশজুড়ে

চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে অভিযোগ ইউপি সদস্যের

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলার ২ নম্বর শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন একই পরিষদের সদস্য (মেম্বার)। গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেট দুদকের উপপরিচালক বরাবর চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে পরিষদের সব ধরনের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ নিয়ে অভিযোগটি দেন ইউপি সদস্য সাইদুর রহমান ছোটন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুদকে অভিযোগ দেওয়ার বিষয়টি জানাজানি হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।, চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার ইউনিয়নের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা আত্মসাত করেছেন। এছাড়া, এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ভাটি অঞ্চলের সাধারণ মানুষে জন্য একটি নৌ-অ্যাম্বুলেন্স কেনার কথা জানিয়ে নিজের ব্যক্তিগত পুরাতন ইঞ্জিন নৌকাকে সংস্কার করে দেড় লক্ষ টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ করা হয়। অন্যান্য অভিযোগের পাশাপাশি ওই ইউপি চেয়ারম্যান মাদক ব্যবসার মাধ্যমেও বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়।

ইউপি সদস্য সাইদুর রহমান ছোটন জাগো নিউজকে বলেন, ‘আমি ২৮ সেপ্টেম্বর সিলেটে গিয়ে দুদক উপপরিচালক বরাবর চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছি। অভিযোগপত্রের সঙ্গে দুর্নীতির বিভিন্ন প্রমাণও জমা দিয়েছি।’

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার জাগো নিউজকে বলেন, ‘এর আগেও ওই ইউপি সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। সেটা সমস্যা না দোষ করলে অভিযোগ যে কেউ দিতে পারে। তবে আমি জোর গলায় বলছি আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগ তদন্ত করে যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি কতৃপক্ষকে অনুরোধ জানাব ওই ইউপি সদস্যের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

লিপসন আহমেদ/ এফআরএম/জিকেএস