দেশজুড়ে

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর সুধারামে ট্রাকের ধাক্কায় মো. কামাল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টায় সুধারাম থানার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সুধারামের কালাদরাপ ইউনিয়নের হাজি বাড়ির হাজি মোমিন উল্লাহর ছেলে। এ ঘটনায় ওই ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামের মো. জহির মাঝির ছেলে শাহাবুদ্দিন (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাত ১১টায় জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর