ইলিশ ধরায় আগামী ২২ দিনের নিষেধাজ্ঞা সামনে রেখে বরগুনায় বেড়েছে ইলিশের দাম। ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন সাধারণ ক্রেতারা। আর এই সুযোগে অতিরিক্ত দাম হাকাচ্ছেন বিক্রেতারা।
বরগুনা মাছ বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের বড় ইলিশ কেজি প্রতি ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। একই ওজনের ইলিশ কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ১২০০ টাকা দরে। তবে অন্যান্য মাছের দাম অপরিবর্তিত রয়েছে।
ইলিশ বিক্রেতারা জানান, শেষ মুহূর্তে ইলিশের মজুদ কম থাকায় কিছুটা চড়া দামে বিক্রি হচ্ছে মাঝরি থেকে বড় সাইজের ইলিশ। আর নিষেধাজ্ঞা সামনে রেখে ইলিশ কিনে সংগ্রহ করে রাখছে পাইকারি বিক্রেতারা।
পাইকারি বিক্রেতা ওসমান শিকদার জাগো নিউজকে জানান, ‘৪ অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আমরা ইলিশ মজুদ করে রাখছি। এ কারণে তুলনামূলক দাম একটু বেশি।’
ক্রেতারা বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের শুরুতেই ইলিশসহ বেশ কিছু মাছের দাম বেড়েছে। যে ইলিশ গত সপ্তাহে ১০০০-১২০০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ১৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জাগো নিউজকে জানান, মা ইলিশের প্রজনন বাড়ানোর লক্ষ্যে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ইলিশের দাম একটু বেড়েছে। তবে বিগত বছরগুলোর চেয়ে এবছর ইলিশের দাম লাগালের মধ্যে ছিল বলে জানান তিনি।
তিনি আরও জানান, ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা সফল করতে এরই মধ্যে সচেতনতামূলক মাইকিয়ং করা হয়েছে। এছাড়া ব্যানার-ফেস্টুনে লাগিয়ে প্রচারণা চালানো হয়েছে। এর পর থেকেই সাধারণ মানুষ মাছ কিনতে শুরু করেছে। এতে করে মাছের দাম বেড়েছে।
সাগর ও নদীতে ইলিশের প্রজনন বৃদ্ধিতে আগামী ৪ অক্টোবর-২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা, পরিবহণ, আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এফআরএম/এমএস