দেশজুড়ে

জামালপুরে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন পালিত

জামালপুরে আলোচনা সভার মধ্য দিয়ে মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন পালিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকালে জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাশহাটিয়া গ্রামের মুক্তিসংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রম চত্বরে কর্মসূচি পালিত হয়।

প্রবীণ সাংবাদিক এবং মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি উৎপল কান্তি ধরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিসংগ্রাম জাদুঘর শেরপুর নেটওয়ার্ক কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।

কবি সাযযাদ আনসারির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বীর প্রতীক জহুরুল হক মুন্সি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুরের সাধারণ সম্পাদক রমেন বণিক, আলহাজ্ব সামিউল হক মাস্টার, কবি আলী জহির, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর জেলা শাখার সভাপতি অজয় পাল বাবু প্রমুখ।

আরএইচ/এএসএম