প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্যা ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নিরাপত্তা ছাড়া সৎ ও সাহসী সাংবাদিকতা হয় না। একদিকে রাষ্ট্রকে সাংবাদিকের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে যে প্রতিষ্ঠানে কাজ করবে সেই প্রতিষ্ঠানকে চাকরি ও বেতনের নিরাপত্তা দিতে হবে। তবেই সৎ ও সাহসী সাংবাদিকতা সম্ভব।
বগুড়ার সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকীতে স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোববার দুপুর ১২টায় শহরের সার্কিট হাউজ মিলনায়তনে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) এ সভার আয়োজন করে।
বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। তিনি বলেন, স্বাধীনতার পর শুধুমাত্র ফরিদপুরের গৌতম দাস হত্যাকাণ্ডের বিচার নিম্ন আদালতে সম্পন্ন হয়েছে। এছাড়া আর কোনো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার হয়নি। যতোদিন পর্যন্ত এসব হত্যাকাণ্ডের বিচার না হবে, সাংবাদিক সমাজ ততোদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
স্মরণসভায় অন্যান্য বক্তা বলেন, দুঃখজনক হলেও সত্য ১৭ বছরে ১২ বার তদন্ত কর্মকর্তা বদলিয়ে দীপঙ্কর হত্যা নিয়ে শুধুমাত্র প্রহসন করা হয়েছে। ঘটনার সময় ও পরবর্তীতে মামলাকে ভিন্নখাতে প্রবাহিতের চেষ্টাও করা হয়।
নিহত সাংবাদিক দীপঙ্করের ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, এতোদিনে নিশ্চিত হয়েছি আর কখনও সঠিক বিচার পাবো না। হত্যার পর থেকে তদন্তের নামে প্রহসন চলেছে। আমরা এসব নাটক দেখতে দেখতে ক্লান্ত।
বিইউজে সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রবীন সাংবাদিক এ এইচ এম আখতারুজ্জামান, চপল সাহা, সমুদ্র হক, জয়নাল আবেদীন, মোহন আখন্দ, মাসুদুর রহমান রানা, বিধান চন্দ্র ও শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক।
এএইচ/এএসএম