দেশজুড়ে

চায়ের দোকানে আইপিএল জুয়ার আসর, গ্রেফতার ১০

নোয়াখালীর সূবর্ণচরে ইন্ডিয়ান ক্রিকেট লীগ (আইপিএল) ম্যাচ নিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে চরজব্বর থানা পুলিশ।

শনিবার (২ অক্টোবর) বিকেলে তাদেরকে জুয়া আইনে করা মামলায় আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।

এরআগে শুক্রবার (১ অক্টোবর) রাতে চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী বাজারের একটি চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. জুয়েল (১৯), মো. জহির (১৯), হৃদয় (২০), রাজু (২৩), সেলিম (২৮), রাসেল ওরফে বাবর (২৪), আবুল বাশার রাজু (৩৬), অরুণ চন্দ্র শীল (৪০), পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো. রুবেল (২৪) এবং বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো. মাসুদ (২৬)।

ইকবাল হোসেন মজনু/এএএইচ