নরসিংদীর পলাশে বিদ্যালয়ের শহীদ মিনার ধসে পড়ে জান্নাতি আক্তার নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। সে সেকান্দরদি গ্রামের রাব্বি মোল্লার মেয়ে।
শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার গাজরিয়া ইউনিয়নের সেকান্দরদি এ এম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
গজারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. সুরুজ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ মিনারটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। প্রায় দেড় বছর ধরে স্কুল বন্ধ থাকায় সেটা সংস্কারও করা হয়নি। শনিবার সেটি ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানায়, সেকান্দরদি এ এম উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে বিকেলে মায়ের সঙ্গে খেলতে যায় শিশু জান্নাতি। মায়ের সঙ্গে জান্নাতি শহীদ মিনারের পাশে বসলে হঠাৎ একটি স্তম্ভ ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পলাশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমি ঘটনাস্থলে আছি। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে চাচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’
সঞ্জিত সাহা/এএএইচ