দেশজুড়ে

উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্কুলছাত্রীকে মারধর

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। এ ঘটনার পর থেকে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুদ রানা ও অটোভ্যানচালক নাজমুল হক বলেন, ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে রুবেল হোসেন (১৮), দেলোয়ার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০) উত্ত্যক্ত করেন। পরে আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে স্কুলছাত্রী প্রতিবাদ করে। একপর্যায়ে বখাটেরা ভ্যানের গতিরোধ করে তাকে প্রকাশ্যে কিল-ঘুষি মারেন। এসময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে স্কুলে নিয়ে যান।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই রুবেল হোসেন, নয়ন আলী ও নাজমুল হক উত্ত্যক্ত করতেন। আজও উত্ত্যক্ত করলে আমি প্রতিবাদ করি। একপর্যায়ে তারা কিলঘুষি মেরে আহত করেন। আমি বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

আজিমনগর মহিলা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম