দেশজুড়ে

সড়কে খেলতে গিয়ে প্রাণ গেলো শিশুর

সিরাজগঞ্জের কাজিপুরের অটোভ্যান চাপায় জান্নাতি খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সোনামুখী-স্থলবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি স্থলবাড়ী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম জানান, বিকেলে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশের সড়কে খেলছিল জান্নাতি খাতুন। এ সময় সোনামুখী থেকে স্থলবাড়ী যাওয়ার পথে একটি অটোভ্যান জান্নাতিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/এএসএম