দেশজুড়ে

সুনামগঞ্জে শিশু ধর্ষণে যুবকের যাবজ্জীবন

সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে বাবুল মিয়া (২০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকার জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

বাবুল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) নান্টু রায় বলেন, ২০০২ সালে ১ আগস্ট রাতে বাবুল মিয়া ওই শিশুকে ধর্ষণ করেন। এসময় শিশুর চিৎকারে বাবা-মা বাবুল মিয়াকে হাতেনাতে ধরে ফেলেন। পরে প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে আসামিকে ছাড়িয়ে নেন। বিচার না পেয়ে ৩ অক্টোবর মামলা করেন ভুক্তভোগীর বাবা।

দীর্ঘ তদন্ত শেষে ২০০২ সালের ৩ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারকার্য শেষে আদালত অভিযুক্ত বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

লিপসন আহমেদ/আরএইচ/এএসএম