ভোলায় বাড়ির পাশের পুকুরে ডুবে রেহানা আক্তার (৫) ও জাহিদুল ইসলাম (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ ইলিশা গ্রামের হামিদ উল্লাহ হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
রেহানা আক্তার ওই গ্রামের আব্দুর রহমান খোকনের মেয়ে ও জাহিদুল ইসলাম একই বাড়ির মো. জসিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে রেহানার মা তানিয়া বেগম ও জাহিদুলের মা পেয়ারা বেগম ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় দুই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে স্বজনদের অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ শিশুদের না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করেন। সেখান থেকে তাদের ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে এসআই মো. ফরিদ শেখ বলেন, কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস