দেশজুড়ে

মওদুদের এলাকায় ৪ আহ্বায়ক কমিটি

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে বিএনপির নতুন চার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) রাতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর এই প্রথম তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের দুই উপজেলা ও পৌরসভার কোনো কমিটি ঘোষণা করা হলো।

ঘোষিত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন। এছাড়া এ কমিটি ঘোষণার মাধ্যমে আগের সব (উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মওদুদপত্নী বেগম হাসনা জসীম উদ্দীন মওদুদকে ১ নম্বর ও ঢাকার মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলামকে ২ নম্বর সিনিয়র সদস্য রাখা হয়েছে।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদারকে আহ্বায়ক ও বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনকে সদস্য সচিব করে ৪৮ সদস্যের উপজেলা কমিটি এবং বসুরহাট পৌরসভা বিএনপির আবদুল মতিন লিটনকে আহ্বায়ক ও আবদুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৪০ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে কবিরহাট উপজেলায় মো. কামরুল হুদা চৌধুরী লিটনকে আহ্বায়ক ও মো. কামাল হোসেনকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের উপজেলা কমিটি এবং কবিরহাট পৌরসভার মোস্তাফিজুর রহমান মঞ্জুকে আহ্বায়ক ও বেলায়েত হোসেন খোকনকে সদস্য সচিব করে ৩৬ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত দিনে এ দুই উপজেলা ও পৌরসভায় ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই ‘মওদুদ অ্যাসোসিয়েটসের’ প্যাডে কমিটি ঘোষণা করতেন। ২০১০ সালের পর এই প্রথম মওদুদ আহমদের দুই উপজেলায় জেলা বিএনপি নিজেদের ইচ্ছামতো কমিটি ঘোষণা করলো।

উল্লেখ্য, গত ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এ উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুর সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বাবা-মার কবরের পাশে দাফন করা হয়।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস