তথ্যপ্রযুক্তি

৬ মাসের কিস্তিতে গ্যালাক্সি আলফা

বাংলাদেশের বাজারে সবচেয়ে আকর্ষনীয় এবং সর্বশেষ সংষ্করণ স্মার্টফোন গ্যালাক্সি আলফা নিয়ে এলো স্যামসাং মোবাইল বাংলাদেশ। গ্যালাক্সি আলফাতে একই সঙ্গে সৌন্দর্য এবং কার্যকারিতার উপর গুরুত্ব দেয়া হয়েছে। ধাতব ফ্রেমে পাতলা ও হালকা ওজনের এ স্মার্টফোনে আছে দৃঢ় হার্ডওয়্যার এবং ফ্ল্যাগশিপ গ্যালাক্সি মোবাইল ডিভাইসের সকল ফিচার।স্যামসাং গ্যালাক্সি আলফাতে আছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট, ৪.৭ ইঞ্চি এইচডি (৭২০x১২৮০ পিক্সেল) সুপার অ্যামলয়েড ডিসপ্লে। স্মার্টফোনটি আকারে ১৩২.৪x৬৫.৫x৬.৭ মিমি এবং ওজনে মাত্র ১১৫ গ্রাম। যা একটি সাধারণ আপেলের গড় ওজনের চেয়ে ২৫% হালকা।গ্যালাক্সি আলফাতে আছে ওকটা-কোর চিপসেট (৫৪৩০), ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। এতে আরও আছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইউএইচডি ভিডিও রেকর্ডিং। এতে আছে ১,৮৬০ মেগাহার্টজ ব্যাটারি।মাইক্রো-ইউএসবি, ব্লুটুথ, ওয়াই ফাই, জিপিআরএস/ইডিজিই, টুজি/থ্রিজি এবং এলটিই এর মাধ্যমে গ্যালাক্সি আলফার সঙ্গে সহজেই সংযোগ স্থাপন করা যায়। এছাড়া এতে আছে জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটর এর মতো দারুন সব বৈশিষ্ট্য।চারকোল ব্ল্যাক, ডাজলিং হোয়াইট, ফ্রস্টেড গোল্ড এবং স্লিক সিলভার রঙে এ দারুন স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।নতুন স্যামসাং গ্যালাক্সি আলফা এখন বাজারে পাওয়া যাচ্ছে ৬৫,০০০ টাকায়। গ্রাহকরা ০% সুদে ৬ মাসিক কিস্তিতে কিনতে পারবেন গ্যালাক্সি আলফা। বিস্তারিত জানতে স্যামসাং এর অফিসিয়াল ওয়েব (www.samsungmobile-bd.com) অথবা ০৯৬১২-৩০০-৩০০ ফোন করতে পারেন।