দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। মঙ্গলবার (১২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাল মিয়ার ছেলে রুহুল আমিন (২১), সিলেটের পশ্চিম পীর মহল্লার আব্দুল হাফিজের ছেলে নিজামুর রহমান (৩৫), খাদিমনগর এলাকার নুর মিয়ার ছেলে আল আমিন (২১), মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সুলতান মিয়ার ছেলে মিজান মিয়া (২০), সিলেট জেলার জালালাবাদ উপজেলার তাজ উদ্দিনের ছেলে ফুল মিয়া (২১)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/ইউএইচ/জেআইএম