জামালপুরে মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগে ১৮ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে র্যাব।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জামালপুর সদর উপজেলার ডাকপাড়া সেতুলী বোম্বো গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জামালপুর সদর উপজেলার চালাপাড়া গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. আব্দুর রহমান (৩২) ও মৃত আশ্রাফ আলীর ছেলে মো. বাধন হোসেন মিলন (২২)।
স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও তাদের কারাগারে পাঠানোর জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।
ইউএইচ/এএসএম