যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবে স্বীকার করেছেন নুসরাত জাহান। তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই বেশ আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
এরই মাঝে এলো দুর্গাপূজা। এ উপলক্ষে একসঙ্গে মণ্ডপে ঘুরে বেরিয়েছেন নুসরাত ও যশ। একসঙ্গে মিলে বাজিয়েছেন ঢাক-ঢোলও।
তবে এবার পূজার সাজে ছবি পোস্ট করে ফের আলোচনায় এলেন এ অভিনেত্রী ও সংসদ সদস্য। শাড়ির সঙ্গে হাতে শাঁখা ও পলা পরেছিলেন তিনি। তাতেই ট্রলের শিকার। অনেকে করেন নানা প্রশ্ন।
একজন তো লেখেন, ‘শাঁখা-পলা পরেছ, কিন্তু কার নামে দিদি সেটাই জানতে চাইছিলাম।’ আরেকজন লেখেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা।’
তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। একজন নুসরাতের রূপের প্রশংসা করে লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে।’
View this post on InstagramA post shared by Nusrat (@nusratchirps)
জেডএইচ/এএসএম