দেশজুড়ে

জলমহালকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুহেব মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহেব ওই গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

লিপসন আহমেদ/এসজে/এএসএম