নাজমুল হুদা
শেখ রাসেল শোনো,তোমার চলে যাওয়ার এত বছর পরেওআজও শুধু শত্রুতার জেরেহিংসার বশে শত শিশু অকালে যাচ্ছে ঝরে!
শেখ রাসেল জেনো,এই বাংলায় এখনো রাজনীতির ছলে উন্মত্ত মিছিলে শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়েহাজারো কোমল মুখ পোড়ে কারখানার যাতাকলেএখনো তারা অনিরাপদ অরক্ষিত ড্রেনে; ম্যানহোলে!
শেখ রাসেল শুনে শিউরে উঠবেএখনো এই সভ্য সমাজেগ্যাসের ডগায় শিশুকে ফোলানো হয় বেলুনের মত! বিকৃত যৌন লালসায়, অর্থহীন অস্ত্রের মহড়ায়শিশুরা আজও নিষ্পেষিত।এখনো থামেনি হারানোর হাহাকার, কমেনি ক্ষত।
এসইউ/এমএমএফ/এএসএম