দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে দুজন পুরুষ সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের বয়স ৫১ থেকে ৬৫ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয়জন। রামেকের করোনা ইউনিটে ১১ জন করোনা আক্রান্ত এবং ৫৬ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫২টি নমুনা পরীক্ষায় পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০ জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ।

ফয়সাল আহমেদ/এফআরএম/জেআইএম