দেশজুড়ে

পদ্মায় নিখোঁজ বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর সাঈদ গাজী (৫৫) নামের এক বাল্কহেড কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপর দেড়টার দিকে পদ্মা সেতুর ৩ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। সাঈদ গাজী বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিরচর এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু তাহের মিয়া জানান, আল-এহসান নামের বালুবাহী একটি বাল্কহেড নদীর মাওয়া অংশে নোঙর করা ছিল। সাইদ গাজী ওই বাল্কহেডের লস্কর হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ নোঙর রশি ছিঁড়ে গেলে বাল্কহেডে থাকা সাঈদ ছিটকে নদীতে নিখোঁজ হন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরাফাত রায়হান সাকিব/এমএস