পটুয়াখালীতে ঢাকাগামী ডাবল ডেকার এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ অক্টোবর) সকালে ঢাকাগামী এমভি সম্রাট-৭ লঞ্চের তালাবদ্ধ স্টাফ কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. মাহফুজুর রহমান বলেন, ঢাকা থেকে পটুয়াখালীতে আসা এমভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাত (২৫) নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লঞ্চের স্টাফ কেবিনটি বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাৎক্ষণিকভাবে লঞ্চ স্টাফরা পুলিশকে জানান। পরে পুলিশ তালা ভেঙে মরদেহটি দেখতে পায়। সিআইডি, পিবিআই ও জেলা পুলিশ কাজ করছে। পরিচয় মিললে মোটিভ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এএইচ/এএসএম