দেশজুড়ে

রশি দিয়ে গতিরোধের পর ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়কে গতিরোধ করে দুই ছেলেসহ আলী হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকাসহ মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এতে সড়কের পাশের খাদে পড়ে আলী হোসেন মারা যান।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত দেড়টার দিকে টঙ্গীবাড়ী-বালিগাও সড়কের তোলকাই এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শুভ (২৫) ও শান্ত (১৬) নামের তার দুই ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বালিগাঁও বাজার থেকে দোকান বন্ধ করে আলী হোসেন দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তোলকাই ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জনের একটি দল রশি ধরে তাদের গতিরোধ করেন। এসময় রশিতে মোটরসাইকেলে আটকে নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পরে যান। এসময় তারা মারধর করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। ডাকাত দলের মারধরে সড়কে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম