রাজনীতি

নেত্রকোনা ছাত্রদল নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার হওয়া নেত্রকোনার মদন পৌর ছাত্রদলের এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে নেত্রকোনা জেলার মদন পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মাহমুদুর রহমান মিঠুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

কেএইচ/এআরএ