জাতীয়

ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সভাপতি সাজ্জাদুল, সম্পাদক প্রদীপ

ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির আবারও সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের বর্তমান চেয়ারম্যান সাজ্জাদুল হাসান।

একইসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ প্রদীপ চন্দ্র দে ও কোষাধ্যক্ষ হয়েছেন সাবমেরিন কেবলস লি. এর জি এম মির্জা কামাল আহমেদ।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যসহ মোট ৬১ সদস্য রয়েছেন।

১৯৯৩ সালে ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতি প্রতিষ্ঠিত হয়।

এসইউজে/এমকেআর