টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের খেলায় লিটন দাস যত রান করবে তত পার্সেন্ট ডিসকাউন্টে মধু বিক্রির ঘোষণা দিয়েছিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক অনলাইন (ইকমার্স) ব্যবসা প্রতিষ্ঠান।
শুক্রবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত সেই ম্যাচে লিটন দাস করেছিলেন ৪৪ রান। আর সে অনুযায়ী অর্ডার পাওয়া ১০ কেজি মধুতে ৪৪ শতাংশ ছাড় দেয় নীলডুমুর.কম নামের প্রতিষ্ঠানটি। শনিবার (৩০ অক্টোবার) অর্ডারকৃত সব মধু ক্রেতাদের কাছে সরবরাহও করেছে তারা।
এ বিষয়ে নীলডুমুর.কম-এর পরিচালক আহসান হাবিব বলেন, খেলা চলাকালে অনলাইনে অনেকে ক্রিকেটারদের উৎসাহিত করতে বিভিন্ন ঘোষণা দেয়। তেমনি আমিও ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে দলকে উৎসাহিত করতে ডিসকাউন্ট ঘোষণা করি। লিটন দাস যত রান করবে ততো পার্সেন্ট ছাড় থাকবে বরই ফুলের মধুতে। এরপর লিটন দাস ৪৪ রান করেন। তখন আটজন ক্রেতা মুহূর্তে ১০ কেজি মধু অর্ডার করেন।
তিনি আরও বলেন, আমরা বরই ফুলের মধু ৬৫০ টাকা কেজিতে বিক্রি করি। ৪৪ পার্সেন্ট ডিসকাউন্টে সেই মধু বিক্রি করেছি মাত্র ৩৬৪ টাকা। শনিবার (৩০ অক্টোবর) অর্ডারগুলো কুরিয়ারযোগে পাঠিয়েছি। কিছুটা লোকসান হলেও আমি কথা রেখেছি। অফারটি এখন বন্ধ।
আহসানুর রহমান রাজীব/এসজে/জেআইএম