দেশজুড়ে

বগুড়ায় মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে দুইটি চোরাই মটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- পুরাতন বগুড়া হিন্দুপাড়ার পরশ চন্দ্র ঘোষের ছেলে পলাশ চন্দ্র ঘোষ (৩৮) ও একই এলাকার দিলীপ কুমার রায়ের ছেলে উদ্যোপ কুমার রায় (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই দুইজনের নামে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএইচ/জিকেএস