দেশজুড়ে

ইউপি নির্বাচন: বগুড়ায় হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ১০

বগুড়ার শিবগঞ্জে মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বারিকতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে তার সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এসকেন্দার আলী সাহানা।

আহতরা হলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এসকেন্দার আলী সাহানা (৬৫), তার সমর্থক আলী আজম (৪৫), রতন (৪২), রব্বানী (২৫), আলীম (৩০), হাকিম (৩২), আমিনুল ইসলাম (৪২), আনোয়ার, বিপ্লব, হাবীবসহ ১০ জন। আহতরা শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসকেন্দার আলী সাহানা তার অটোরিকশা প্রতীকের গণসংযোগ করার জন্য দুপুরে ৮-১০টি মোটরসাইকেল নিয়ে বারিকতলা যান। নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গফুর মন্ডলও শতাধিক মোটসাইকেলের বহর নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় দুই পক্ষের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

এসকেন্দার আলী সাহানা বলেন, নির্বাচনী প্রচারণার জন্য বারিকতলা এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গফুরের নেতৃত্বে তার সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।

হামলায় তার (সাহানা) এক কর্মী আমিনুল ইসলামের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। আমিনুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর বলেন, এসকেন্দার আলীর সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়ে খড়ের পালায় অগ্নিসংযোগ ও বসতবাড়ি ভাঙচুর করেছে। প্রতিপক্ষ প্রার্থীদের মারপিট করার প্রশ্নই ওঠে না। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার ঘটনার অভিযোগ পেয়েছি। পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউএইচ/এমএস