অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে রাজবাড়ীতে জেকা বাজার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকারবিরোধী কার্য পরিলক্ষিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে অবস্থিত জেকা বাজার লিমিটেডের শোরুম ও অফিসে অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, দুপুরে শহরের পান্না চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে এমএলএম ব্যবসা পরিচালনার দায়ে জেকা বাজার লিমিটেডকে সিলগালা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকারবিরোধী কার্য পরিলক্ষিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, আগামী ৯ নভেম্বরের মধ্যে বৈধ কাগজপত্র দেখাতে পারলে প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস