দেশজুড়ে

ফের ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোস্তফা

ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মো. মোস্তফা।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দিন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, নির্বাচনে মো. মোস্তফা পেয়েছেন ১৪ হাজার ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা নুর মোহাম্মদ জাকের হায়দার পেয়েছেন দুই হাজার ৩৬ ভোট।

জসীম উদ্দিন বলেন, পৌরসভার নয় ওয়ার্ডের ১৩ কেন্দ্রে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে আবদুল লতিফ বাহার, ২ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান চৌধুরী শিমুল, ৩ নম্বর ওয়ার্ডে কাজী নুর আলম, ৪ নম্বর ওয়ার্ডে মো. নাছির উল্লাহ রিন্টু, ৫ নম্বর ওয়ার্ডে মোজাহারুল ইসলাম মুছা, ৬ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার, ৭ নম্বর ওয়ার্ডে শহীদ উল্লাহ মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে আবদুল মোমিন চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মুন্সি নুর হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে জাহান আরা বেগম, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে সাহেনা আক্তার এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে মাসুদা আক্তার।

ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ইভিএমে ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করেছে।

পরাজিত মেয়র প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রের বুথে নৌকার প্রার্থীর এজেন্টরা গোপন কক্ষে অবস্থান নিয়েছেন। ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারেনি।

এ বিষয়ে নির্বাচিত মেয়র মো. মোস্তফা বলেন, কেন্দ্রে কম্পিউটার প্রতীকের প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু হওয়ায় আমি পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৬৫৯ জন। এর মধ্যে ১৬ হাজার ৫৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নুরউল্লাহ কায়সার/আরএইচ