দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাফরকে আটক করেছে এবিপিএন।

মঙ্গলবার (২ নভেম্বর) গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের একটি ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মবারজান (৩৪)। তিনি ওই ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মুবারজানকে তার স্বামী মো. জাফর নিজেই জবাই করে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেওয়া হয়েছে।

আরএইচ/এমএস