দেশজুড়ে

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নাটোরের গুরুদাসপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কাশেম আলী (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে উপজেলার নাজিরপুর কলেজ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাশেম আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সাইদ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদেশ নেওয়ার কথা বলে কাশেম আলী গোপালপুর গ্রামের কেনাল আলীর কাছ থেকে তিন লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিনেও কেনালকে বিদেশে নিতে না পারলে কেনাল ক্ষিপ্ত হয়ে ওঠে তার পাওনা টাকা ফেরত চান। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে কেনাল আলী ধারালো ছুরি দিয়ে কাশেমকে কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে আহত কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাশেম আলীর বাবা সাইদ মোল্লা বলেন, বিষয়টি সুরাহার জন্য বেশ কয়েকবার দেন-দরবার হয়েছে। কিন্তু কেনাল কোনো সালিশের রায় মানেননি। অবশেষ পাওনা টাকার জন্য আমার ছেলেটাকে মেরে ফেলল। আমি এ হত্যার বিচার চাই।

নাটোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মঞ্জুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ঘটনার সঙ্গে যুক্ত কেনাল আলীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জিকেএস