দেশজুড়ে

বগুড়ায়ও বন্ধ থাকবে বাস চলাচল

তেলের দাম বাড়ায় ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে বগুড়ায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাস মালিকরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। লোকসান দিয়ে ব্যবসা করা সম্ভব না। তাই শুক্রবার সকাল থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বাস চলাচল বন্ধ আছে। আর যে সব বাস রাতে ঢাকা থেকে বগুড়া আসবে সেগুলোও শুক্রবার সকাল থেকে চলাচল বন্ধ রাখবে।

এদিকে, দুপুরে রাজশাহী বিভাগেও অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে নেতারা জানান, ৫ নভেম্বর থেকে রাজশাহী বিভাগের সব রুটে বাস, ট্রাক, চলাচল বন্ধ থাকবে।

এসজে