জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের প্রথমদিন ভোলা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কমেছে যাত্রী। ধারণক্ষমতা ও আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যাত্রীবাহী লঞ্চগুলো। আবার বরিশাল থেকেও কম যাত্রী নিয়ে ভোলার ভেদুরিয়া ঘাটে আসছে লঞ্চ।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে এমন চিত্র।
ভোলা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চ মেঘদূতের মাস্টার মো. নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, আজ সকাল থেকেই যাত্রী সংখ্যা অনেক কম। আমরা বরিশাল থেকে সকাল ৭টায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসি। সকাল ৯টা ২০ মিনিটে পৌঁছাই।
তিনি আরও বলেন, পরিবহন ধর্মঘটের কারণে আজ সকালে ভোলা থেকে বরিশাল ও বরিশাল থেকে ভোলা প্রতিটি লঞ্চে যাত্রী কম রয়েছে।
যাত্রীবাহী লঞ্চ আলমগীরের মাস্টার বলেন, ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে অর্ধেক যাত্রী নিয়ে রওনা হয়েছি। এতে জ্বালানির খরচ উঠবে কিনা সন্দেহ।
মো. ইসমাইল, ফরিদ ও শাওনসহ লঞ্চের একাধিক যাত্রী জানান, আজ লঞ্চে যাত্রী অনেক কম। অর্ধেক আসন খালি পড়ে আছে। কোনো ভিড় নেই।
অন্যদিকে ভোলা-চরফ্যাশন রুটে সকাল থেকে বাস চলাচল করছে। তবে বাসেও যাত্রী আগের চেয়ে কম লক্ষ্য করা গেছে।
জুয়েল সাহা বিকাশ/বিএ/জিকেএস