দেশজুড়ে

‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। নারী উন্নয়ন ও নারীর ক্ষমাতায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল।’

শনিবার (৬ নভেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় দুস্থ মহিলাদের ক্ষুদ্র ঋণ প্রদান ও জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর সাহায্যনির্ভর দেশ নয়। বাংলাদেশে এখন সাহায্যদাতা দেশ। স্বল্প উন্নয়নের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। যারা একসময় বলতো, তলাবিহীন ঝুড়ি, তারা আজ বাংলাদেশের উন্নয়ন দেখে প্রশংসা করেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাল্যবিয়ে ও নারী-শিশু নির্যাতন বন্ধ করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সরকার বদ্ধপরিকর। কোনো মেয়ে যেনো বাল্যবিয়ের শিকার না হয়, সে লক্ষ্যে কাজ করতে হবে। সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, যুগ্ম সচিব ফেরদৌসী বেগম, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন, গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/ইউএইচ/এএসএম