দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯২৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকা থেকে মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জেলা শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা বেশ কয়েকটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ৯২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। প্রাইভেটকারটি জব্দ করা। তবে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস