নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১১, ১৩ ও ১৫ নভেম্বর জিম্বাবুয়েতে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বর্তমানে জিম্বাবুয়েতে অবস্থান করছেন পঞ্চগড়ের মেয়ে তৃষ্ণা।
তৃষ্ণার পুরো নাম ফারিহা ইসলাম তৃষ্ণা। তিনি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সীমান্তবর্তী মীরগড় গ্রামের মেয়ে। সাভার বিকেএসপিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী বাঁহাতি এ ফাস্ট বোলার। তিনি এর আগে নারী ক্রিকেট দলে দেশের হয়ে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় খেলেছেন।
দুই ভাইবোনের মধ্যে তৃষ্ণা বড়। মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করে সাভার বিকেএসপিতে নবম শ্রেণিতে ভর্তি হন তৃষ্ণা।
তৃষ্ণার মা বেবী জেসমিন আকতার পেশায় একজন গৃহিণী। জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে তার মেয়ে খেলবে এ খবরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তৃষ্ণার বাবা স্থানীয় বালু ব্যবসায়ী দবিরুল ইসলাম বলেন, আমার মেয়ে বাঁহাতি ফাস্ট বোলার। আশা করি এ আসরে সে দেশের জন্য ভালো কিছু করবে। তিনিও তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চান। সফিকুল আলম/এসআর/জিকেএস