দেশজুড়ে

ঘর নির্মাণের সময় মাটির দেয়াল ভেঙে প্রাণ গেলো মিস্ত্রির

বগুড়ার আদমদীঘিতে ঘরের চালা নির্মাণের সময় মাটির দেয়াল ভেঙে মজিবুর রহমান সরদার (৫৫) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের সেবক কুন্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মজিবুর উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে সেবক কুন্ডুর বাড়িতে ঘরের চাল নির্মাণের সময় মাটির দেয়াল ভেঙে নিচে চাপা পড়েন মজিবুর। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজে/জিকেএস