দেশজুড়ে

মুন্সিগঞ্জে আ’লীগ প্রার্থী সমর্থকদের ওপর হামলা, আহত ১০

মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। এতে অন্তত ১০ আহত হয়েছেন।

রোববার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ষোলঘর ইউনিয়ন বাজার সড়কে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার দুপুরের মোটরসাইকেলের বহর নিয়ে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর ২০-২৫ জন সমর্থক ষোলঘর এলাকায় প্রচারণা করতে থাকে। দুপুর দেড়টার দিকে বহরটি ষোলঘর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী আজিজুল ইসলাম বাড়ির সামনের সড়কে পৌছায়।

এ সময় আজিজুলের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছয়-সাতটি মোটরসাইকেল রেখে চলে যান সেন্টুর সমর্থকরা। পুলিশকে খরব দিলে মোটরসাইকেল উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে আজিজুল ইসলামের সমর্থকরা প্রচারণায় নামলে তাদের ওপর হামলা করেন সেন্টুর সমর্থকরা। এতে অন্তত ১০ আহত হন। এদের মধ্যে সিয়াম (২৩), স্বপন (৩৫), মামুন (৩৪), রফিক (৪০), সবুজ মাদবর (৩৮), সাহাবুদ্দিনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগ প্রার্থী আজিজুর ইসলাম বলেন, লোকভাড়া কের মোটরসাইকেল বহর নিয়ে বিদ্রোহী প্রার্থী সেন্টুর লোকজন দুপুরে হামলার চেষ্টা করে। তবে আমাদের লোকজন তাদের বাধা দেয়। তাৎক্ষণিক আমার পুলিশকে খবর দিই। বিকেলে তারা আবার হামলা করে আমার সমর্থকদের আহত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

স্বতন্ত্র প্রার্থী সেন্টুর বড় ভাই মো. জাকির হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা আমাদের চশমা মার্কার প্রচারণায় বাধা দিয়ে কয়েকটি মোটরসাইকেল আটকে রেখেছিল।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুপুরে দুপক্ষে বাগবিতণ্ডা হলে চশমা সমর্থকরা ছয়-সাতটি মোটরসাইকেল রেখে চলে যায়। সেগুলো আমরা গিয়ে মালিকদের বুঝিয়ে দিই। বিকেলে নৌকা প্রতীকের সমর্থকরা ষোলঘর এলাকায় গেলে হামলা করে প্রতিপক্ষ। আমাদের জানামতে ছয়জন আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস