দেশজুড়ে

ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

মেহেরপুর গাংনী পৌর এলাকার সিনেমা হলপাড়ায় বাড়ির ছাদ থেকে পড়ে রাজিয়া খাতুন (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন সিনেমা হলপাড়ার আজহার আলীর স্ত্রী।

নিহতের ছেলে মদন জানান, বাড়ির ছাদে ধান শুকাচ্ছিলেন রাজিয়া খাতুন। হঠাৎ তিনি মাথা ঘুরে ছাদ থেকে পড়ে যান। পরের বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আসিফ ইকবাল/এসআর/এমএস