দেশজুড়ে

শেরপুরে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে বন্যহাতির একটি মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলার পাহাড়ি বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের মালাকোচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে সীমান্তে বন্যহাতির উপদ্রব বেড়ে গেছে। আনুমানিক রাত ৩ টার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিলো হাতিটি। সবজির বাগান রক্ষায় বাগানের চারদিক দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫-৩০ বছর হতে পারে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদ জানান, ঘটনাটি শুনেছি। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান হোসেন রাব্বি/আরএইচ/এমএস