দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। কিন্তু ভোটের আগের দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ৯নং খোলাহাটি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. ইমদাদুল হক ইদু মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তিনি গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইমদাদুল হকের ছেলে নাহিদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ইমদাদুল হক গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে টিউবওয়েল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার আগের দিন তিনি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোত্তালিব বলেন, এটা দুঃখজনক ঘটনা। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদর উপজেলার ১২০টি কেন্দ্রে ব্যালট ও ৯টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। গাইবান্ধা সদরের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষতি মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জাহিদ খন্দকার/ইএ