দেশজুড়ে

বগুড়ায় এক নারী চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বী ৭ পুরুষ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে এক নারী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত পুরুষ প্রার্থী। নৌকা প্রতীক পাওয়া ওই নারী প্রার্থীর নাম সোনতিা নাছরিন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী।

তার প্রতিদ্বন্দ্বী সাত চেয়ারম্যান প্রার্থী হলেন- আজাহার আলী, আলেক উদ্দিন মন্ডল, নবাব আলী মন্ডল, রুহুল আমিন, জহুরুল ইসলাম, জাকির হোসেন ও শাহাদৎ হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোনিতা নাছরিন পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়ার আশ্বাস দিচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী সোনিতা নাছরিন বলেন, নারী প্রার্থী হওয়ায় সব নারীরা আমার পক্ষে কাজ করছেন। পুরুষ ভোটারদেরও ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি, আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাদ্দেক আলী বলেন, এ উপজেলায় ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপজেলার নিমগাছি ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৯৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৭১ জন।

ইউএইচ/এএসএম