দেশজুড়ে

জীবনের প্রথম ভোটেই জরিমানা গুনলেন যুবক

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) জীবনের প্রথম ভোটেই জরিমানা গুনলেন রিয়াদ আহম্মেদ (২০) নামের এক যুবক। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রিয়াদ আহম্মেদ ওই এলাকার জোব্বার হোসেনের ছেলে।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুনবী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিয়াদ আহম্মেদ দুপুরে ভোট দিতে কেন্দ্রে আসেন। এটি তার প্রথম ভোট ছিল। দায়িত্বে থাকা ব্যক্তি তার হাতে একটি ব্যালট পেপার দেন। তিনি ব্যালট বাক্সে নিজের ব্যালটের সঙ্গে অতিরিক্ত আরও একটি ব্যালট ভেতরে ফেলেন। এ ঘটনায় পুলিশ তাকে আটক করে। পরে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এসআর