ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। একেবারে শেষ মুহূর্তে রাফায়েল গেরার গোলে জিতে যায় পর্তুগাল।তুমুল উত্তেজনা নিয়ে ম্যাচটি উপভোগের অপেক্ষায় ছিল সারাবিশ্বের ফুটবল প্রেমীরা। সে কথা মাথায় রেখেই বুঝি প্রথমার্ধে কোনো গোল হয়নি। গোল দেখার জন্য খেলার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। দর্শক উত্তেজনায় সারাটা সময়। সবার মনে একই প্রশ্ন এ লড়াইয়ে কে জিতবে- মেসি না রোনাল্ডোর দল। শেষ পর্যন্ত শিকে ছিড়ল রোনাল্ডোর দল পর্তুগালের।তবে এ লড়াইয়ে জ্বলে উঠেছেন ২০ বছর বয়সী তারকা ফুটবলার গেরা। একদম শেষ মুহূর্তে পর্তুগালের পক্ষে গোল করে গেরা বিজয় ছিনিয়ে নেন।