দেশজুড়ে

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৩ নভেম্বর

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু আদালতের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিসুর রহমানের আদালত তারিখ পিছিয়ে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, রোববার মামুনুল হককে আদালতে আনার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু এদিন মামুনুল হককে আনা হয়নি। শুনেছি মামলার বাদী সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। তবে কেনো সাক্ষ্যগ্রহণ হয়নি তা বলতে পারছি না। মামলার পরবর্তী তারিখ ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রকিবুদ্দিন আহমেদ বলেন, মামুনুল হককে রোববার আদালতে আনা হয়নি। তবে কী কারণে আনা হয়নি সেটি আগামীকাল বলতে পারবো।

এর আগে, গত ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরুর আদেশ দেওয়া হয়েছিল।

শ্রাবণ/ইউএইচ/জিকেএস