দেশজুড়ে

সাড়ে ৪ ঘণ্টা পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রবেশমুখে ভারতীয় ট্রাক বিকল হওয়ায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

সোমবার (১৪) বিকেল ৪টা থেকে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, সকালে বিকল ট্রাকটি মিস্ত্রি এসে বিকেল ৪টার দিকে ক্রটি সারিয়ে সচল করে। পরে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আমদানি কার্যক্রম শুরুর পরই সীমান্তের শূন্য রেখায় ভারত থেকে আমদানিকৃত পাথরবোঝাই একটি ট্রাক প্রবেশমুখে বিকল হওয়ায় স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল।

মো. মাহাবুর রহমান/এসজে/এমএস