দেশজুড়ে

কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে বসে গেম, ট্রেনের ধাক্কায় যুবক নিহত

দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ারফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় রাজু হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কল্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু পৌর শহরের কল্যাণপুর চকপাড়া এলাকার রমজান আলীর ছেলে।

বিরামপুর রেলওয়ে স্টেশনমাস্টার মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির অদূরে রেললাইনে বসে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে গেম খেলছিলেন রাজু হোসেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি তাকে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসআর/এএসএম