দিনাজপুরে এজেআর নামের একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কোটি টাকার ওষুধ, ব্যাটারিসহ বিভিন্ন পণ্য পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের শেরশাহ বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
ভ্যান চালক সবুর ইসলাম জানান, বুধবার রাতে ঢাকায় থেকে মালামাল নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেই। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের শহরের শেরশাহ বটতলা মোড়ে পৌঁছালে স্থানীয়রা গাড়ি থামাতে নির্দেশনা দেন। গাড়িটি থামালে দরজা খুলে ভেতরে আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভায়।
এজেআর কুরিয়ার সার্ভিস দিনাজপুরের শাখার ব্যবস্থাপক মুজিবুল হক আজাদ জানান, চালকের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়িতে আগুন। গাড়ি থেকে কিছু মালামাল নামাতে পারলেও ৮০ ভাগ মালামাল পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার পণ্য পুড়ে গেছে।
এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম