গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইকচাপায় নাহমাদুল ইসলাম (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাকুড়তিয়া গ্রামের মৌলভী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সে পাকুড়তিয়া গ্রামের বাচ্চু শেখের ছেলে।
নাহমাদুল ইসলামের বাবা বাচ্চু শেখ বলেন, মাহমুদুল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে রাস্তার বিপরীতে খালে হাতমুখ ধোয়ার জন্য যাচ্ছিলো। পেছন থেকে ইজিবাইক তার শরীরে তুলে দেয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ বলেন, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
মেহেদী হাসান/আরএইচ/এমএস